কলকাতার প্রিয় পরিবেশপ্রেমী বন্ধুরা,
আপনারা বিভিন্ন সময়ে কলকাতার পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগে সামিল হয়েছেন। অনেকেই হয়তো তার মধ্যে সবুজ মঞ্চর বিভিন্ন কর্মসূচীর সঙ্গে থেকেছেন, আরও অনেকে হয়ত সংবাদ মাধ্যম বা বিভিন্ন সূত্রে সবুজ মঞ্চর কথা জেনেছেন। আরো অনেকে হয়ত এখনো সবুজ মঞ্চ সম্পর্কে জানেন না। তাঁদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হচ্ছে।
২০০৯ সালে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন এবং ব্যক্তির মিলিত উদ্যোগে তৈরি হয় সবুজ মঞ্চ। শব্দ দূষণের বিরুদ্ধে তদানীন্তন রাজ্য সরকারকে কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে বাধ্য করার প্রচেষ্টা দিয়ে শুরু হয় মঞ্চর কাজ। তারপর গত ১৪ বছর সবুজ মঞ্চ বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, নদী-জলাভূমি-জলাশয়-ভূগর্ভের জল সংরক্ষণ, সবুজ সংরক্ষণ, জীববৈচিত্র রক্ষা, আবর্জনা ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল মানুষের জীবিকা রক্ষা, জনস্বাস্থ্য রক্ষা, পরিবহন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা কাজ করে চলেছি। নিয়ন্ত্রণহীন মাইক বা ডি জে বাজানো, বাজির অত্যাচার, গাছ কাটা বা জলাশয় বোজানোর যে কোনো ঘটনায় আমরা প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট হয়েছি। জনমত তৈরি করা, সরাসরি বিভিন্ন এলাকায় পরিবেশ ধ্বংসের উদ্যোগের সক্রিয় বিরোধিতা করা, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ – পুরসভা – পঞ্চায়েত – দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে কথোপকথন চালিয়েছি, রাজনৈতিক দলগুলির কাছেও পরিবেশ রক্ষার বিষয়গুলির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি। সভা, সমাবেশ, মিছিল, প্রচার অভিযান, প্রকাশনা, বেসরকারি ট্রাইবুনাল ইত্যাদির আয়োজন করে আমরা সক্রিয় থেকেছি।
কিছু কিছু ক্ষেত্রে সাফল্য লাভ করলেও, অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হয়েছি এমন দাবি করা যাবে না। সামাজিক প্রেক্ষাপটে পরিবেশ রক্ষার গুরুত্ব আজও নীচের সারিতে। সরকার এবং রাজনৈতিক দলগুলির কাছে পরিবেশ এখনো গুরুত্বহীন। কিন্তু এই প্রেক্ষাপটেই বহু নাগরিক পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসছেন। সংখ্যাটা নিঃসন্দেহে বাড়ছে। আরো আরো মানুষ যাঁরা ব্যক্তিগতভাবে পরিবেশ রক্ষার কাজ করছেন এবং বিভিন্ন সংগঠন, সবাই রাজ্যব্যাপী রাজনৈতিক-দল-নিরপেক্ষ একটি যৌথ মঞ্চর উপযোগিতা উপলব্ধি করছেন। ২০২১-এর ২৭-২৮ নভেম্বর সবুজ মঞ্চর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলার বেশ কিছু পরিবেশপ্রেমী সেখানে মিলিত হন। তার পর থেকে বিভিন্ন জেলায় স্থানীয় পরিবেশপ্রেমীদের সবুজ মঞ্চর পক্ষে কাজ করার সক্রিয়তা অনেক বেড়েছে, কোনো কোনো জেলায় তাঁদের উদ্যোগে মঞ্চর জেলা সংগঠন গড়ে উঠছে।
জেলা স্তরে পরিবেশ রক্ষার বিষয়ে যাঁরা উদ্যোগী, তাঁদের সবায়ের পক্ষে রাজ্য স্তরে নিয়মিত অংশ নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে তাঁরা জেলা স্তরে সংগঠন গড়ে তুলতে পারলে অনেক সংগঠিতভাবে জেলার বিষয়গুলিকে গুরুত্ব দিতে পারেন। বিভিন্ন সমস্যায় যৌথ ভাবে উদ্যোগ নেবার সুযোগ অনেক বাড়তে পারে। এইভাবেই কলকাতায় একটি জেলা সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতাবাসী পরিবেশপ্রেমী সকলকে অনুরোধ এই উদ্যোগে যোগ দিন। আপনার পরিবেশপ্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে ২৬ অগাস্টের সভায় আসুন।
২৬ অগাস্ট ২০২৩, শনিবার বিকাল ৪টা
সূর্য সেন অডিটোরিয়াম (ই ই ডি এফ হাসপাতালের সামনে যাদবপুর থানার কাছে) তালতলা স্টপেজ
নব দত্ত, সাধারণ সম্পাদক (৯৮৩১১৭২০৬০) দেবাশিস রায়, অফিস সম্পাদক (৯১৬৩৫৩৯০৭৩)
আহ্বায়ক : মিহির চক্রবর্তী, কৃষ্ণজ্যোতি গোস্বামী (ডাক্তার), অসীমানন্দ মুখার্জী, দীপংকর আঢ্য, কৃশানু চক্রবর্তী, প্রদীপ দত্ত, তুষার চক্রবর্তী, পবন মুখার্জী, শান্তনু চক্রবর্তী, সোমেন্দ্র মোহন ঘোষ, দীপংকর বসু, রঘু জানা, মনোজ কুরমি (আইনজীবী), প্রসুন দত্ত (আইনজীবী), অরূপ হালদার (ডাক্তার), তুষার ঘোষ, অমলেন্দু সরকার, অমিত সরকার, প্রসেনজিৎ মুখার্জী, নির্মল কুমার মিরানী, ঝুম্পা ঘোষ রায়, সুমিতা ব্যানার্জি