শব্দ দূষণের বিরুদ্ধে নিরলস প্রতিবাদী গীতানাথ গঙ্গোপাধ্যায় স্মরণে
বিষয়ঃ পরিবেশ দূষণ সমস্যা সমাধানে হকার্সদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ১১-৬-২০১৯ , বই চিত্র হল,কলেজ স্ট্রিট, বিকেল ৪টা । অংশ নেবেন পরিবেশ বিশেষজ্ঞ্রগণ ও ফুড-হকারদের সংগঠন
প্রিয় বন্ধু,
— বায়ুদূষণের ক্ষেত্রে রাজ্য সরকারের পরিবেশ কর্তারা বলছেন বায়ুদূষণের ২০ শতাংশ দায়িত্ব রাস্তার ধারের হোটেল, রেস্তোঁরা, যাঁরা কাঠ-কয়লার উনুন ব্যবহার করেন, বা যাঁরা ইস্ত্রির কাজ করেন।
অথচ, আমরা জানি, বায়ুদূষণের ক্ষেত্রে ডিজেল চালিত যানবাহন দূষণ ও নির্মাণ জনিত দূষণ সর্বাধিক। ৮০ শতাংশ দায়ি। এ বিষয়ে কোন কিছুই বলা হচ্ছেনা।
আমরা বায়ুদূষণের বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য এবং কলকাতা বিধানগরের ফুড-হকারদের সংগঠন এবং অন্যান্যদের সাথে মত বিনিময়ের উদ্যোগ নিয়েছি, ১১-৬-২০১৯ , বই চিত্র হল ( কফি হাউসের উপরে) কলেজ স্ট্রিট, বিকেল ৪টায়।
আপনারা আসুন, উক্ত বিষয়ে ও পরিবেশ বিষয়ক অন্যান্য
আলোচনায় অংশ নিন।
ধন্যবাদ,
নব দত্ত
সম্পাদক
নাগরিক মঞ্চ
Related posts