Campaign to promote Jute bag against use of Plastic Carry Bags

গত ১৭ ডিসেম্বর ২০১৯, সবুজ মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সহ সভাপতি মাননীয় গীতানাথ গঙ্গোপাধ্যায়র আকস্মিক মৃত্যুতে আমরা প্রত্যেকেই বেদনাহত। প্রখ্যাত আইনজ্ঞ, নিরলস সমাজকর্মী গীতা দার মৃত্যু পরিবেশ আন্দোলনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করল। শব্দ দূষণের বিরুদ্ধে তাঁর আপোষহীন ধারাবাহিক ভূমিকা, আদালতের চত্বর থেকে রাস্তার প্রতিবাদ সর্বত্র তাঁর নেতৃত্বদায়ী ভুমিকা আমাদের প্রেরণা জোগাত। শব্দ দূষণের প্রতিবাদ করতে গিয়ে যাঁরা নানাভাবে আক্রান্ত হয়েছেন তাঁদের প্রতি তাঁর ছিল অসীম সমবেদনা।
গীতা দার স্মরণে আগামী ১৭ জানুয়ারি ২০২০, কলকাতা প্রেস ক্লাবে বিকাল ৪ টা থেকে ৬ টা সবুজ মঞ্চর পক্ষ থেকে এক স্মরণ সভার আয়জন করা হয়েছে. আপনাদের সবাইকে অনুরোধ আসুন, আমরা সবাই গীতাদার স্মরণে মিলিত হই।
অভিনন্দন সহ –
নব দত্ত
সম্পাদক, সবুজ মঞ্চ
Related posts